SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৪-০২-২০২০ ১৬:১২:৪৫

সালমান আত্মহত্যা করলে সামিরা-শাবনূর দায়ী: নীলা চৌধুরী

salman-shah

পিবিআই’র তদন্ত প্রত্যাখ্যান করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য থেকে টেলিফোনে সময় সংবাদকে বলেন, এটা নাটকের মহড়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের শারীরিক ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) প্রশ্নবিদ্ধ ছিল বলেও অভিযোগ করেন সালমানের মা।

তিনি বলেন, পিবিআই’র তদন্ত বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না। সবাই প্রত্যাখ্যান করবে। প্রতিবেদনের বক্তব্য ডাহা মিথ্যা। সালমান আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আর এ ঘটনায় সালমানের স্ত্রী সামিরা ও তার বাবা মা সম্পৃক্ত বলেও অভিযোগ করেন সালমানের মা।

এছাড়া আলোচিত আজিজ মোহাম্মদ ভাইয়ের কথিত সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ার যে বক্তব্য এসেছে পিবিআই প্রতিবেদনে, সেটিও প্রত্যাখ্যান করেন সালমানের মা। বলেন, প্রতিবেদনের এ বক্তব্য পুরোপুরি মিথ্যা।

নীলা চৌধুরী বলেন, সালমান যদি আত্মহত্যা করে থাকেন, তাহলে তো সামিরা ও শাবনূর দুজনেরই প্ররোচনার জন্য দায়ী হওয়ার কথা।