SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ২৪-০২-২০২০ ০১:৪৫:৫৬

প্রেমিক যুগলদের তালাবন্দি ভালোবাসা

love-lock-bridge

অস্ট্রিয়ার অন্যতম সুন্দর শহরগুলোর একটি সালজবুর্গ সিটি। আল্পস পর্বতমালা ও নানা ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়েই দর্শনার্থীরা ভিড় করেন এখানে। এছাড়া লাভ লক ব্রিজে প্রিয়জনের নামে তালা দিতে যুগলদের ভিড়ও চোখে পড়ার মতো।

এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। আল্পস পর্বতমালার একাংশের সঙ্গে বিস্তীর্ণ সবুজের সমারোহ এ সৌন্দর্যকে বাড়িয়েছে আরও বহুগুণ। বছর জুড়েই পর্যটকদের ভিড় লেগে থাকে সালজবুর্গে। শহরের সৌন্দর্যে মুগ্ধ তারা।

পর্যটকরা জানান, এটা ছোট্ট দেশ। কিন্তু অনেক সুন্দর। এর আগেও আমি এখানে ঘুরতে এসেছি। পর্বতমালা দেখে যে কেউ অভিভূত হবে।

অন্য একজন পর্যটক জানান, ঐতিহাসিক শহর এটি, সবসময় পর্যটক লেগে থাকে।

প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি সুপরিচিত লাভলক ব্রিজে প্রিয়জনের নামে তালা ঝুলাতেও প্রেমিক প্রেমিকারা জড়ো হন অস্ট্রিয়ার এই শহরটিতে।