SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৩-০২-২০২০ ১৯:০০:৫৬

এরদোয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আয়েজ কারনীর

erdogan

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন সৌদি আরবের বিশিষ্ট ইসলামিক স্কলার ও দেশটির জনপ্রিয় লেখক ড. আয়েজ আল কারনী।

তিনি বলেছেন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের প্রতিটি আঞ্চলিক সংঘাতের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান দায়ী।

নিজের এই অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ইয়েমেনিদের হত্যার পেছনে তুর্কি প্রেসিডেন্টের হাত রয়েছে। এরদোগান সব আঞ্চলিক ফেতনার সঙ্গে জড়িয়ে পড়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আরটি নিউজ আরবিসহ আরব নিউজ এ খবর জানিয়েছে।

এরদোগান সৌদি আরবের সব শত্রুর পাশে দাঁড়িয়েছেন মন্তব্য করে আয়েজ আল-কারনী বলেন, সৌদির সব শত্রুর পাশে দাঁড়িয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদই ইসলামী বিশ্বের প্রকৃত নেতা; এরদোগান নন। কেননা, সৌদি আরবই সব মুসলিম ইস্যুতে সাহায্যকারী।

তিনি বলেন, অন্য মুসলমানদের মতো আমিও এরদোগানের ব্যাপারে ধোঁকা খেয়েছিলাম। তার সম্পর্কে আমি বিভ্রান্তির শিকার হয়েছিলাম। তবে এখন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। আমরা ইসলামকে ভালোবাসি- এ জন্য এমন নেতাকেই ভালোবাসব যিনি ইসলামের সাহায্য করেন।

তার মতে, আন্তর্জাতিক প্রতিটি ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধিতা করার ধারাবাহিক মানসিকতার মাধ্যমেই এরদোগানের প্রকৃত বাস্তবতা বেরিয়ে এসেছে।