SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২১-০২-২০২০ ১৬:১৮:১৬

ট্রাক চাপায় ভাইসহ জাতীয় হ্যান্ডবল দলের সোহান নিহত

sohan

জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও তার চাচাতো ভাই জয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহান এবং তার ভাই জয় মোটরসাইকেলে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিয়ে যায় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান জয়।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় সোহানকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে পাবনার ইশ্বরদীতে পৌঁছলে অবস্থার অবনতি হলে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাজশাহীতে নেয়া হয়। সেখানে তিনিও মারা যান।

সোহান দৌলতপুরের বাহিরমাদি গ্রামের কালু মিস্ত্রির ছেলে।