SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২১-০২-২০২০ ১৪:৫০:২৭

পরিযায়ী বেগুনি কালেম কাহিনী

kalem-bird

পালিত পরিযায়ী পাখি। নাম তার বেগুনি কালেম। নিজের আশ্রয়ে এবার পাঁচটি ডিম দিয়েছে একটি স্ত্রী পাখি। তার পাশেই পুরুষ বেগুনি কালেম কড়া পাহারায়। কাউকেই সে ডিম আর স্ত্রী কালেম পাখির কাছে ভিড়তে দিচ্ছে না। 

নিজের পালিত এ কালেম পাখির ডিম দেয়ায় খুবই খুশি মৌলভীবাজার শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। 

তিনি জানিয়েছেন, কিশোরগঞ্জ জেলা থেকে প্রায় পনের বছর আগে এই পরিযায়ী বেগুনি কালেম পাখিটি আনা হয়েছিল। সেই সময় থেকেই তারা বন্যপ্রাণী সেবা আশ্রমে রয়েছে। আশ্রমের পুকুর পাড়ে তাদের বাসা-বাড়ি করে দেয়া হয়েছে। অত্যন্ত খোলামেলা প্রকৃতির মতোই। 

সেখানে তাদের স্বাধীনভাবে বসবাস। একয়েক বছরে কালেমের পরিবার পরিজনও বেশ বেড়েছে। 

সজল দেব জানালেন, কালেম পরিবারের সদস্য সংখ্যা এখন এগারো। এবারের ডিম ফুটে বাচ্চা বেরুলে পরিবারের সংখ্যা আরো বাড়বে। 

সজল দেব আরো জানান, যে বছর কালেমকে এখানে নিয়ে আসা হয় সে বছর চারটি ডিম দিয়েছিলো। তখন সব ডিম নষ্ট হয়ে যায়। এর পরের বছর আবার পাঁচটি ডিম দিয়েছিলো। এ থেকে চারটি বাচ্চা বেরোয়। এরপর বাচ্চা ফুটতে কোন সমস্যা হয়নি।

এ বছর পাঁচটি ডিম দিয়েছে কালেম পাখি। মাস খানেক পর বাচ্চা ফুটবে বলে জানালেন সজল দেব। 

তিনি বলেন, বেগুনি কালেমের ডিম দেখতে সববয়সি মানুষ প্রতিদিন ভীড় করছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। 

কিন্তু পুরুষ বেগুনি কালেম পাখিটিকে দেখা গেল নাওয়া খাওয়া ছেড়ে একদম সদা তৎপর। কাউকেই কাছে যেতে দিচ্ছে না। এমনকি তার মনিব সজল দেবকেও মানছে না। সরু লম্বা হলুদ রঙের পায়ে পুরো এলাকা পাহারা দিচ্ছে।