SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২০-০২-২০২০ ১৪:৪২:৩০

রাখির টপলেস ভিডিও ভাইরাল

rakhi

সিদ্ধার্থ শুক্লর হাতেই উঠেছে বিগ বস ১৩-এর শিরোপার মুকুট। ট্রফি জয়ের পর টপলেস হয়ে এক ভিডিও আপলোড করেছেন রাখি সাওয়ান্ত। মুহূর্তেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ওই ভিডিওতে দেখা যায়, টপলেস অবস্থায় বাথরুমে বসে ওই ভিডিও বানিয়েছেন রাখি। বিগ বসের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিদ্ধার্থ শুক্ল-কে অভিনন্দনের পাশাপাশি শেহনাজ গিল-এর সয়ম্বর নিয়েও কথা বলেন রাখি।

তিনি বলেন, শেহনাজ ভালো মেয়ে। দেখা যাক, সয়ম্বর থেকে এবার কাকে বেছে নেন বিগ বস ১৩-র এই প্রাক্তন প্রতিযোগী। তবে ইন্ডাস্ট্রিতে হাজির হওয়ার সময় তিনিও শেহনাজের মতোই ছেলেমানুষ এবং আপনভোলা ছিলেন বলে দাবি করেন রাখি সাওয়ান্ত।