SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ২০-০২-২০২০ ১৩:০৮:২৫

উত্তরপত্রের সঙ্গে টাকা দেয়ার পরামর্শ শিক্ষকের, ভিডিও ভাইরাল

student

পরীক্ষায় ভালো নম্বর পেতে উত্তরপত্রের মধ্যে ১০০ টাকা দিয়ে দেয়ার পরামর্শ দিচ্ছেন প্রধান শিক্ষক। উৎসাহ দিচ্ছেন নকলেও। ভারতের এমনই এক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তের নাম প্রবীণ মল। তিনি উত্তরপ্রদেশের মাও জেলার এক বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজার ও প্রধান শিক্ষক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয়। এর আগেই ওই পরামর্শ দেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর ছাত্ররা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবি জানান।

ভিডিওটিতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, আমি চ্যালেঞ্জ করছি আমার কোনও ছাত্র পরীক্ষায় ফেল করবে না। তোমাদের কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা নিজেদের মধ্যে কথা বলে পরীক্ষা দিতে পারো। নিজেদের মধ্যে কথা বললে কোনো সমস্যা নাই। ভয় পেও না। সরকারি অনেক শিক্ষকই আমার বন্ধু। যদি তোমরা ধরাও পড়ে যাও, তোমার এক-দুই থাপ্পড় খেতে হয়, তাও ভয় পেও না। একটু সহ্য নিও।

এরপরেই তাকে ঘুষ দেয়ার কথাও প্রকাশ্যে বলতে শোনা যায়। তিনি বলেন, কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না। শুধু একটা ১০০ টাকার নোট উত্তরপত্রে গুঁজে দিও। অন্ধের মতো শিক্ষকরা নম্বর দিয়ে দেবেন। এমনকি ভুল উত্তর দিলেও। যদি কোনো প্রশ্নে ৪ নম্বর থাকলে তোমরা ৩ নম্বরই পেয়ে যাবে।

বক্তব্যের শেষে ওই শিক্ষককে ‘জয় হিন্দ, জয় ভারত’ বলতেও শোনা যায়।