SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৯-০২-২০২০ ১৯:১৫:০৫

নষ্ট হয়ে যাচ্ছে তরুণরা, ফেসবুক বন্ধের আহ্বান রওশন এরশাদের

rowshon-ershad

 তরুণ প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী করে আবারও ফেসবুক বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর এবং ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ তিনি দাবি জানান।

রওশন এরশাদ বলেন, আমাদের তরুণ সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই ফেইসবুক বন্ধ করা না হলে তারা পড়ালেখায় মনোযোগী হতে পারবে না। সারারাত ফেসবুক চালিয়ে তাদের চোখ মুখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। এ কারণে রাত  তুলতে রাত ১২টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা উচিত। 

এছাড়া নারীর ক্ষমতায়নে চিত্র তুলে ধরে তিনি বলেন, এই সংসদেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক কম। আমরা গুটিকয়েক মহিলা নিয়ে নারীর ক্ষমতায়নের কথা বলা যাবে না। আমাদের শিক্ষার হার দেখতে হবে। মহিলারা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে।