SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৮-০২-২০২০ ১৬:৪৫:৫৮

জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ

jakarbarg

ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের দাবিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এক দল মানুষ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোতে জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে হবে। তাদের মতে, সেসব বিজ্ঞাপন মিথ্যাচারে ভরা। 

সেই বিক্ষোভে অংশ নেন প্রায় অর্ধশত মানুষ। তাদের সবার হাতেই ছিলো প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা- জেগে ওঠো জাক।

প্রায় ঘণ্টাব্যাপী এভাবে বিক্ষোভ করেন তারা। আর এ বিক্ষোভের মাধ্যমে তারা বোঝাতে চাইলেন ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। 

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জেরে আগে থেকেই সমালোচনা হচ্ছিল। আইন প্রণেতা থেকে শুরু করে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই সমালোচনা করেছেন ফেসবুকের। 

সূত্র: সিনেট