SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১৬-০২-২০২০ ১৭:৪৬:১১

ফের মা হলেন বলিউড অভিনেত্রী লিজা হেডন

liza

ফের মা হলেন বলিউড অভিনেত্রী লিজা হেডন। পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে ছোট্ট ভাইয়ের হাত ধরে ছবি তুলতে দেখা যাচ্ছে লিজা হেডনের বড় ছেলেকে।
 
পাশাপাশি বর্তমানে দুই ছেলে লিও এবং জ্যাককে নিয়ে যে বেজায় ব্যস্ত লিজা হেডন, তাও স্পষ্ট করে দেন অভিনেত্রী।

সম্প্রতি, অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশ্যুট করেছিলে লিজা। বলিউড অভিনেত্রীর সেই ফটোশ্যুট সামনে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। সেই থেকেই গুঞ্জন শুরু হয়। তবে লিজা হেডন কবে মা হয়েছেন, সে বিষয়ে কিছুই স্পষ্ট করে তখন জানাননি বলিউডের এই অভিনেত্রী।