SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৮-০১-২০২০ ২৩:১২:৪২

‘খালেদার মুক্তিতে আন্দোলন করতে দেয়নি তারেক রহমান’

-খ-ল-দ-র-ম-ক-ত-ত-আন-দ-লন-করত-দ-য়ন-ত-র-ক-রহম-ন-

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কোনো আন্দোলন হয়নি। নেতাকর্মীদের মাঠে নামানো হয়নি- এমন অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৮ জানুয়ার) বেসরকারি টেলিভিশন সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার মুক্তিতে নেতাকর্মীদের মাঠে নামতে দেননি তার পুত্র ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অপেক্ষা করো।

জাফরুল্লাহর মতে, আজকে যদি দেশে আন্দোলন না হয় বা বিএনপি ক্ষমতায় না আসে বা ক্ষমতার কাছাকাছি না যায় তাহলে তারেক রহমান দেশেই ফিরতে পারবে না।

তিনি বলেন, এখানে তারেক অনেক বড় ভুল করছে। আমার মতে তারেক যদি চুপ করে বসে থাকে (তাহলে ভালো হবে)। আজকে খালেদা জিয়ার এই অবস্থা। অথচ আন্দোলন হয়নি। তারা মাঠে লোক নামায়নি। তারেক রহমান নেতাকর্মীদের আন্দোলনে নামতে দেয়নি।