SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৭-০১-২০২০ ১৮:২৫:৩০

সোলাইমানি হত্যায় ক্ষমা চেয়ে ১০ হাজার মার্কিনির চিঠি

স-ল-ইম-ন-হত-য-য়-ক-ষম-চ-য়-১০-হ-জ-র-ম-র-ক-ন-র-চ-ঠ-

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরানের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও প্রেস টিভি এ খবর প্রকাশ করে জানিয়েছে, ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের ১০ হাজার নাগরিক স্বাক্ষর করেছেন।

যুক্তরাষ্ট্রের ‘কোড পিঙ্ক’ নামের একটি শান্তিবাদী সংগঠনের উদ্যোগে ইরানিদের কাছে সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সোলাইমানিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের জনগণ যেহেতু সব মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা চাইছি।’