SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৭-০১-২০২০ ১৩:৪৬:১৯

ঘেরে বিষ ঢেলে পাঁচ লাখ টাকার মাছ নষ্ট

fish

নড়াইলে দুর্বৃত্তের দেয়া বিষে ঘেরের পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে। কালিয়া উপজেলার খড়োরিয়া গ্রামের ইসমাইল সিকদারের মাছের ঘেরে শত্রুতার বশে এ বিষ দেয়ার ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত ইসমাইল সিকদার জানান, শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে ঘেরে মরা মাছ ভাসতে দেখা যায়। সেদিন পরিমাণে কম থাকলেও রোববার (২৬ জানুয়ারি) বিপুল পরিমানে মাছ মরে ভেসে ওঠে।

ঘেরটিতে রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির ৫০ হাজার ছোট আকৃতির পোনা মজুদ ছিল। বিষক্রিয়ায় ঘেরের সব মাছ মরে গেছে। এতে অন্তত ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। তিনি এ ক্ষতির বিচার দাবি করেছেন। 

এ বিষয়ে অভিযোগ পাওয়া কথা স্বীকার করে, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।