SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৩-০১-২০২০ ১৯:৪২:৩৪

শ্রেণিকক্ষে হৃদরোগে মৃত্যু, ছাত্রীর পরিবারকে অনুদান

faridpur

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী স্কুলছাত্রীর পরিবারকে সরকারি ঘর ও আর্থিক অনুদান দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় অসহায় পরিবারের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান এ অনুদান  দেন। পরে অসহায় শোকাবহ পরিবারকে সান্ত্বনা দেয়া হয়। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান নগদ ১০ হাজার টাকা দেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার ও ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান শিক্ষক আ. রশিদ খান।

গত মঙ্গলবার সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার আকোটেরচর জনসংঘ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ত্বন্নী আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রেণিকক্ষেই মারা যায়। ত্বন্নীর বাবা প্রতিবন্ধী ও মা স্থানীয় চাতালে শ্রমিক হিসেবে কাজ করেন।