SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ২৩-০১-২০২০ ০৮:০৩:১৩

ববি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

bari-uni

দুই শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস ও আলিসা মুনতাজ বিএম কলেজে যায়।

সেখানে তাদের উপর হামলার ঘটনা ঘটে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।