ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র আইএসআরও চলতি বছরের ডিসেম্বরে মহাকাশে দু’টি মানবহীন যান পাঠানোর উদ্যোগ নিয়েছে বহু আগেই। ওই যানে পাঠানোর জন্য রোবট-মানবী তৈরির কাজও শেষ হয়েছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এই মিশনের নাম দিয়েছে 'গগনযান'। গগনযানের যাত্রার আগে মহাকাশচারী 'রোবট-মানবী'র ভিডিও প্রকাশ করেছে আইএসআরও (ইসরো)।
ভিডিও প্রকাশ করে ইসরো প্রধান কে শিবন জানিয়েছেন, ওই রোবট মানবী ভারতের এই মিশনের মহাকাশচারী হিসেবে প্রাথমিকভাবে আকাশে পাড়ি দেবে।