SomoyNews.TV

Somoynews.TV icon তথ্য প্রযুক্তির সময়

আপডেট- ১৯-০১-২০২০ ১৯:৪৩:৪১

হঠাৎ হোয়াটসঅ্যাপে সমস্যা

whatsapp

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটঅ্যাপে হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ব্যবহারকারীরা ছবি বা ডকুমেন্ট আদান-প্রদানের সমস্যার মুখে পড়েছে।

জনপ্রিয় এ অ্যাপটির মাধ্যমে ভিডিও কল, ভয়েস কল, ছবি ও ডকুমেন্ট আদান-প্রদান করা যায়। কিন্তু রোববার (১৯ জানুয়ারি) বিকেল থেকে ছবি বা ডকুমেন্ট আপলোড ও ডাউনলোডে সমস্যা দেখা দিয়েছে।

বাংলাদেশের বৃহৎ সাইবার বিষয়ক গ্রুপ সাইবার ৭১ ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে, হোয়াটঅ্যাপের এ সমস্যাটি তাদের সার্ভারকেন্দ্রীক।

অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে অ্যাপটি ব্যবহারকারীদের আশ্বস্ত করে সাইবার ৭১।