SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ১৯-০১-২০২০ ১৭:৫২:৫২

প্লেনের এয়ার ভেন্টে জুতো শুকালেন যাত্রী

plane-somoy

এক যাত্রী প্লেনের এয়ার ভেন্টে জুতো শুকাচ্ছেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ভিডিও দেখে একেক জন একেক রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্লেনে উঠে কিছু যাত্রী অদ্ভুত আচরণ করেন এটা সত্যিই। যেমন কেউ সামনের সিটে পা তুলে দেন। কেউ অদ্ভুত জিনিস রাখেন সিটব্যাকের পকেটে। তবে এ ঘটনা যেন অন্য সব অদ্ভুত আচরণকে হার মানিয়ে দিয়েছে। ভিডিওটি নেটিজেনরা দেখছেন আর মন্তব্যে দিচ্ছেন।

যাত্রীর এই ভিডিও ক্লিপটি সোশ্যালে আসতেই ৩.০৭ লাখের বেশি ভিউ'র পাশাপাশি অসংখ্য কমেন্ট পড়েছে। অনেকেই বলেছেন, আবার শুরু অসভ্যতা। ভিডিওটি নিয়ে মিমও তৈরি হয়েছে। অনেকেই বিরক্ত যাত্রীর ওপর। বলেছেন, দৃশ্য দেখে গা গুলোচ্ছে। কেউ কেউ হুমকি দিয়েছেন, পাশে থাকলে মজা বুঝিয়ে দিতেন।

সূত্র: এনডিটিভি