SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৬-০১-২০২০ ১৭:১৭:১১

স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত শফিকুল গ্রেফতার

mym

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যায় অভিযুক্ত শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড থেকে শাহিনকে গ্রেফতার করা হয় জানান পুলিশ সুপার আহমার উজ্জামান। 

তথ্যপ্রযুক্তির মাধ্যমে শফিকুল ইসলাম শাহিনকে কিশোরগঞ্জ থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল গ্রেফতার করে। বিকেলে তাকে ময়মনসিংহের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) ও কন্যা নাফিয়াকে (১৩) নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করেন। এছাড়া তাদের বড় মেয়ে সাদিয়াকে শ্বশুর বাড়ি থেকে মায়ের অসুস্থতার কথা বলে ডেকে এনে হত্যার চেষ্টা করা হয়।

এ সময় সে তার বাবাকে আঘাত করে বাইরে গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে সাদিয়াকে হাসপাতালে ভর্তি করে।