SomoyNews.TV

ধর্ম

আপডেট- ১৬-০১-২০২০ ১৪:২৭:৩৪

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু শুক্রবার

ijtema-somoy

টঙ্গীর তুরাগ তীরে ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে আগামীকাল। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সব আয়োজন থাকছে প্রথম পর্বের মতোই।

ইতোমধ্যে মুসল্লিদের পদচারণায় ভরে গেছে ইজতেমার ময়দান। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এ দফায়ও দেশের ৬৪টি জেলার কয়েক লাখ মুসল্লিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইজতেমায় অংশ নিচ্ছেন।

জতেমা ময়দানে যেকোন ধরণের বিশৃঙ্খলা এড়াতে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।