SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৫-০১-২০২০ ০৯:৪১:২৮

যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

jess-hc

যশোরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের সড়ক বিভাগের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় দুর্ঘটনা রোধে সড়কে স্পিড ব্রেকার দেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

গত ১০ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালটির এক শিক্ষার্থী আহত হন। এর আগে, ২০১৪ সালে আলাদা দুর্ঘটনায় নিহত হন দুই শিক্ষার্থী।