SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৪-০১-২০২০ ১২:৪১:০৮

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা

ctg-port-up

অনিয়ম ও হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা। এতে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কর্মক্রম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে সিঅ্যান্ডএফ এজেন্টরা অবস্থান নেন। এ সময় পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেয়া চিঠি বাতিলের দাবি জানান তারা। 

এ দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত রয়েছেন সংশ্লিষ্ট এজেন্টরা। 

গতকাল পণ্য আমদানির ক্ষেত্রে ৩ বার এইচএস কোড ভুল হলে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল হবে মর্মে চিঠি দেয় চট্টগ্রাম কাস্টমস হাউস। এরই প্রতিবাদে সকাল থেকে অবস্থান কর্মসূচির ডাক দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।