SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ০৭-০১-২০২০ ২০:৪২:২০

উৎসবের অপেক্ষায় নোয়াখালী জিলা স্কুল

nzs

'আলোর স্রোতে প্রাণের মেলা' স্লোগানকে সামনে রেখে আগামী ১৮ জানুয়ারি (শনিবার) বসতে যাচ্ছে ১৭০ বছরের নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা। চলছে অনুষ্ঠানের শেষ মুর্হূতের প্রস্তুতি।

১৮৫০ সালে প্রতিষ্ঠিত স্কুলের মিলন মেলায় অংশ নিতে পারবেন প্রাক্তন ছাত্র ফোরামে রেজিস্ট্রেশন করা যে কোনো ছাত্রই। ইতোমধ্যেই শেষ হয়েছে সবধরনের রেজিস্ট্রেশন।

দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রাণের স্কুলের মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে চান সবাই। সকাল ৮টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে 'মিলন মেলা'র আয়োজন। এরপর থাকবে স্মৃতিচারণ পর্ব ও আনন্দ র‍্যালি।

আয়োজক কমিটির এবিএম সাহজাহান জানিয়েছেন, সকাল ১১টায় অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে নোয়াখালীরই কৃতি সন্তান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের। সঙ্গে থাকবেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল কবীর চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মধ্যাহ্নভোজনের পর বিকেল গড়াতেই শুরু হবে পিঠা উৎসব। আর সন্ধ্যা নামতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতবে জিলা স্কুল প্রাঙ্গণ।

দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেইজ, সঙ্গীতশিল্পী এসআই টুটুল, অভিনেতা মীর সাব্বির, মাহফুজ আহমেদ, অভিনেত্রী তারিন, উপস্থাপক খন্দকার ইসমাইল, ইউটিউবার তাসিনসহ অনেকেই মাতবেন সাংস্কৃতিক অনুষ্ঠান।