SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ০১-০১-২০২০ ০৪:৫১:১৬

সুন্দরের সঙ্গে কাটুক ২০২০

23484-239

সুন্দরের সঙ্গে, আনন্দের সঙ্গে বসবাসের তাড়না সব শ্রেণি-পেশার মানুষেরই। কখনো সেই মাইলফলকে পৌঁছানো যায়, কখনো যায় না। তারপরও মানুষের প্রত্যাশা একদিন সেখানে পৌঁছবেই। সেই বছরটিই হোক ২০২০।

একবিংশ শতাব্দীর মানুষ চোখ মেলে দেখার সুযোগ কম পেলেও প্রকৃতিমাতার আয়োজন চলে নীরবে। এর মাঝেই ব্যস্ত জীবনে বছর আসে, বছর যায়।

ইংরেজি বর্ষবরণ আয়োজন হয়তো স্বল্প আয়ের মানুষকে স্পর্শ করে না, কিন্তু সহজ জীবনপাঠেও তিনি চান শান্তিপূর্ণ পরিবেশ।

এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, দেশ যেন সুন্দর হয়। ব্যবসা যেন ভালো হয়। পরিবার নিয়ে যেন ভালো থাকি।

যাদের রক্ত ঘামে বাড়ছে দেশের অর্থনীতি। সেই সেলাই দিদিমনিদের প্রত্যাশা কর্মক্ষেত্র হোক নিরাপদ। হাসি ফুটুক স্বজনের মুখে।

গার্মেন্ট কর্মীরা বলছেন, আমার সন্তান যেন ভালো থাকে। অনেক মানুষ অনেক কথা বলে, তাদের কথা শুনলেতো লাভ হবে না। সংসার চলবে না, বাবা-মা সুস্থ হবে না।

ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টারা দেখেন সৎ ও দক্ষ মানুষের স্বপ্ন। যারা বিভেদ করবেন না জাতি, ধর্ম, বর্ণের। তৈরি করবেন নিরাপদ রাষ্ট্র।

এক কর্মকর্তা বলেন, ২০১৯ সালে খারাপ অবস্থায় গেছে। সেটা যেন ভালো হয়।

আর অবসন্ন হতাশাপূর্ণ নাগরিক জীবনে ইতিবাচক মনোভাব ও প্রশান্তির পথ হবে সুগম।

শিক্ষার্থীরা বলছেন, ছোট বেলা থেকেই শেখা দরকার। কিন্তু দেখা যাচ্ছে, কিছু করতে হচ্ছে না। ভাইয়াদের সঙ্গে মিছিল করলে হাত তালি দিলে পাওয়ার পাওয়া যায়।

উদার অর্থনীতির এ সময়ে কর্মব্যস্ত মানুষ অনেকটাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং এই বিচ্ছিন্নতা বাড়ছে।

তথ্য প্রযুক্তির এ যুগে একজন আরেকজনকে সময় দেয়ার সময়টি তার কমেছে। তারপরও বাংলাদেশের সব শ্রেণির মানুষ চান এ বছরটি ভালো আসুক। এই বছরটি ভালো কাটুক।