SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৬-১২-২০১৯ ১০:১৮:৩৭

বিবিসি'র বর্ষসেরা খেলোয়াড় বেন স্টোকস

ben-stokes

বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডে অল রাউন্ডার বেন স্টোকস। ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে পুরস্কার জয় লাভ করেন এই অলরাউন্ডার।

এর আগে, এ পুরস্কার পান জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিলি (১৯৭৫), ইয়ান বোথাম (১৯৮১) ও অ্যান্ডু ফ্লিনটফ (২০০৫)। সেরার পুরস্কার অর্জন করার পথে স্টোকস ফর্মুলা ওয়ানের রেসার লুইস হ্যামিল্টনকে হারিয়ে দেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে পুরস্কার হাতে পেয়ে স্টোকস বলেন, ‘যদিও এটা ব্যক্তিগত অর্জন, তবে আমি সব সময় আমার দলের জন্য খেলি। এ পুরস্কারের জন্য ধন্যবাদ।

এই বছর বিশেষ কিছু মুহূর্ত রয়েছে আমাদের। এ কারণে আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং ম্যানেজম্যান্টকে অনেক ধন্যবাদ জানাতে চাই। হয়তো আমি একাই পুরস্কার নিচ্ছি। কিন্তু আমার এই অর্জনে তাদের সকলের অবদান আছে।’

চলতি বছর স্টোকস ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে যেমন অবদান রাখেন তিনি, ঠিক সেভাবে অ্যাশেজ সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতেও অবদান রাখেন তিনি।