SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১২-১২-২০১৯ ২১:৪২:৫৩

দাপুটে জয়ে বিপিএল শুরু খুলনার

asdfsa

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু করলো খুলনা টাইগার্স। গুরবাজ ও রুশোর অর্ধশতকে ১৩.৫ বলেই ৮ উইকেটের জয় তুলে নেয় মুশফিকুর রহিমের দল।

চট্টগ্রামের দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলেত নেমে শুরুতে হোচট খায় খুলনা টাইগার্স। ইনিংসের প্রথম ওভারে নাসুম আহমেদে বলে স্টার্ম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শান্ত। এরপর ঝড় শুরু করেন আফগান ব্যাটসম্যান গুরবাজ। ৫ ছয় ও ৪ চারে ১৯ বলে অর্ধশতক করেন এই আফগান ব্যাটসম্যান।

তার ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ জয়ে পুঁজি পেয়ে যায় রূপসার পাড়ের দলটি। বাকী কাজটুকু শেষ করেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। দু'জনের ৭২ রানের জুটিতে সহজ জয় পায় খুলনা টাইগার্স। ৩৮ বলে ৬৪ রানে অপরাজিত রয়েছেন রুশো। আর দলপতি মুশফিক ২২ বলে ২৮ রানে অপরাজিত রয়েছেন।

স্কোর:
খুলনা টাইগার্স- ১৪৬/২ ওভার (১৩.৫)

নাজুমল হাসান শান্ত ৪ (৪)
রহমানুল্লাহ গুরবাজ ৫০ (১৯)
রাইলি রুশো  ৬৪* (৩৮
মুশফিকুর রহিম ২৮* (২২)

বোলার
নাসুম আহমেদ ২-০-১৮-১
নাসির হোসাইন ২-০-১৬-০
রুবেল হোসাইন ৩-০-৩১-০
মুক্তার আলী ১-০-২০-১
কেসরিক উইলিয়ামস ২.৫-০-২৭-০
এনামুল হক জুনিয়র ২-০-১৬-০
রায়াদ এমরিট ১-০-১৮-০

খুলনা টাইগার্স: ১৪৪/৬ (ওভার ২০)
লিন্ডন সিমন্স ২৬ (২৩)
চাদউইক ওয়ালটন ১৮ (১৮)
ইমরুল কায়েস ১২ (১৪)
নাসির হোসেন ২৪ (২৭)
নুরুল হাসান ১৯ (১৭)
মুক্তার আলী ২৯ (১৪)
রিয়াদ এমরিট ১ (৪)
রুবেল হোসাইন ৬* (৩)


বোলার:
মোহাম্মদ আমির ৪-০-৩৩-০
রুবি ফ্রাইলিঙ্ক ৪-০-২১-১
শফিউল ইসলাম ৪-০-৩০-১
শহীদুল ইসলাম ৪-০-৩২-১
আমিনুল ইসলাম ৪-০-২৫-১

ফল: চট্টগ্রামকে ৮ উইকেটে হারায় খুলনা টাইগার্স।