SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১২-১২-২০১৯ ১৯:০২:৪৭

নেত্রকোনায় গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব উদযাপন

netro-fest

নানা আয়োজনে ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন করলো নেত্রকোনা গারো সম্প্রদায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দূর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গারোদের পাশাপাশি অন্যান্য আদিবাসীরাও অংশ নেন। নেচে গেয়ে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন শিল্পীরা। প্রতি বছর নতুন ফসল ঘরে তোলার পর সূর্য দেবতার সন্তুষ্টির লক্ষ্যে ওয়ানগালা উৎসব করেন আদিবাসীরা।