SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ১২-১২-২০১৯ ১৮:৫৭:৫৬

কাতারের জাতীয় দিবস ঘিরে চট্টগ্রাম সমিতিতে ঐক্যের সুর

qatar

আগামী ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ কমিউনিটিসহ (বিসিকিউ) বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠন। জাতীয় দিবসে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর উদ্যোগে বিভিন্ন দেশের কমিউনিটিদের অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে থিম প্যারেড। থিম প্যারেডে গতবারের মতো এবারও ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করবে টিম চট্টগ্রাম।

কাতারে দীর্ঘদিন চট্টগ্রাম সমিতির আনুষ্ঠানিক কোনো কর্মসূচী না থাকলেও প্রবাসী চট্টগ্রামবাসীদের যেকোনো সংকটে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে চট্টগ্রাম সমিতি কাতারের নেতৃত্ব স্থানীয়রা।

স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) রাতে দোহার নাজমা দাওয়াত রেস্টুরেন্টে কাতারের জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে সমবেত হয়েছিলেন দুই সংগঠনের শীর্ষস্থানীয়রা, এসময় উপস্থিতি অধিকাংশ প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে দেখা গেছে ঐক্যের সুর।

এসময় প্রথমে জাতীয় দিবসে টিম চট্টগ্রামের থিম প্যারেডের কৌশল উপস্থাপন করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু এবং চট্টগ্রাম সমিতি কাতারের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হারুন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শাহ, নুরুল আলম, মোঃ মহসিন খান, ফজল কাদের, কাজী আশরাফ হোসাইন, জিয়া উদ্দিন জিয়া, মোঃ মহিউদ্দিন এম আবদুল মান্নান, শেখ জয়নাল, শফিকুল ইসলাম শফি, আলম শাহ, গণমাধ্যম কর্মী আকবর হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন মামুন, মহিউদ্দিন চৌধুরী।

সভায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু বলেন, ঐতিহাসিকভাবে আমরা চট্টগ্রামবাসী সবসময় ঐক্যবদ্ধ, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রাম ছিলো সবকিছুর আগে। আশাকরি কাতারেও ঐক্যবদ্ধ হয়ে আমরা চট্টগ্রামবাসী প্রথম হতে চাই।

এসময় আগামী ১৮ জানুয়ারি টিম চট্টগ্রামে থিম প্যারেড সফল করতে কাতারে বসবাসরত প্রবাসী চট্টগ্রাম বাসীদের অনুরোধ জানানো হয়।