SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১০-১২-২০১৯ ১৩:০৬:৫১

বেলুন বিক্রেতাকে বুকে জড়িয়ে ধরলেন নুসরাত

nusrat-somoy

রাস্তার বেলুন বিক্রেতাকে জড়িয়ে ধরে ছবি তুললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। যে বয়সে সবাই আধ আধ কথা বলতে শেখে, সমবয়সীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকে সেই বয়সেই অভাবের তাড়নায় রাস্তায় বসে বেলুন বিক্রি করেছে একটা শিশু। এটি চোখে পড়তেই তৃণমূল সাংসদ নুসরাত জাহান সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নেন বাচ্চাটিকে। আদরে আদরে ভরিয়ে দেন তাকে। সেলফিও তোলেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেই মুহূর্তে ৪০ হাজারেরও বেশি লাইক পান তিনি।

ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মাত্র দেড় বছর বয়সেই বেলুনওয়ালা হয়ে গেছে সে। ওকে দেখেই মনে হলো আমার উইকএন্ড রঙিন। ও যে বেলুনের থেকেও রঙিন।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই ডাস্ট অ্যালার্জি থেকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন নুসরাত জাহান। দু-দিন তাকে ভর্তি থাকতে হয়েছিল বেসরকারি হাসপাতালে। যদিও গুজব ছড়িয়েছিল তিনি নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গেছিলেন। পরে এক ভিডিও বার্তায় অভিনেত্রী-সাংসদ জানান, অসুস্থতার জন্যই তিনি হাসপাতালে ছিলেন। গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ জানান অভিনেত্রী।

সূত্র : এনডিটিভি