SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ০৯-১২-২০১৯ ১৯:৫৯:৫৭

নি‌জের ও ছে‌লের না‌মে এপি‌জে ফ্লোর কর‌লেন অপু বিশ্বাস

opu

ঢাকাই সি‌নেমার জন‌প্রিয় না‌য়িকা অপু বিশ্বাস পা রাখ‌লেন নতুন এক জগ‌তে। অভিন‌য়ের বাইরে নানা সময় বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের উদ্বোধন কর‌তে দেখা গে‌ছে তাকে। এবার নি‌জে 'এপি‌জে ফ্লোর' না‌মে নতুন একটি প্রতিষ্ঠান নি‌য়ে হা‌জির হ‌লেন তি‌নি।

রাজধানীর নিকেত‌নের ৩ নাম্বার রোড বি ব্লক, ৫৮ নাম্বার হাউজে অপুর নতুন এই প্রতিষ্ঠান। সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার প‌রে এপি‌জে ফ্লো‌রের শুভ উদ্বোধন ক‌রে‌ছেন জন‌প্রিয় অভিনেতা আহ‌মেদ শরীফ।

অপু বিশ্বাস জানা‌লেন, এপিজে ফ্লো‌রে বিউটি পার্লার, ফ‌টোস্টু‌ডিও ও ডান্স‌ফ্লোর থাক‌ছে।

অপু বিশ্বাস ব‌লেন, 'এখন অনেক ছে‌লে মে‌য়েরা নতুন বি‌ভিন্ন কা‌জের স‌ঙ্গে যুক্ত হ‌চ্ছেন। যেমন ফ‌টোগ্রা‌ফি, বিউটিশিয়ান, কো‌রিওগ্রাফি। আমরা তা‌দের এক‌টা কা‌জের ক্ষেত্র তৈ‌রি করার চেষ্টা ক‌রে‌ছি। আমা‌দের এখা‌নে সব আ‌য়োজন থাক‌ছে। কেউ চাই‌লে ন্যূনতম রেমু‌নেশ‌নের মাধ্যা‌মে এগু‌লো ব্যবহার কর‌তে পার‌বেন।'

আহ‌মেদ শরীফ ব‌লেন, ' অপু বিশ্বাস ঢাকাই সিনেমার একজন না‌মি অভিনেত্রী। অনেক সুপারহিট সি‌নেমা উপহার দি‌য়ে‌ছেন। এবার নতুন এক উদ্যোগ নি‌য়ে সামনে এ‌ল। আমি তার প্রতিষ্ঠান‌টির সাফল্য কামনা কর‌ছি।