SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ০৬-১২-২০১৯ ২৩:০৬:৩৩

মেয়ে আইরাকে মাঝে নিয়েই সৃজিতের হাত ধরলেন মিথিলা

image-copy

লম্বা সময় ধরে গুঞ্জন ওঠেছিল মিথিলা-সৃজিতের বিয়ে নিয়ে। কবে বিয়ে করছেন তারা? এমন প্রশ্নই ছিল দুই বাংলার শোবিজ অঙ্গনের মানুষদের। সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে চার-হাত এক করলেন তারা। তবে চার হাত  এক করতে মেয়ে আইরাকে মাঝে নিয়েই সৃজিতের সঙ্গে রেজিস্ট্রি করেন মিথিলা। শুক্রবার (৬ ডিসেম্বর) তারা বিয়েও সম্পন্ন করেন। 

বিয়ের অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আসতে শুরু করে তাদের বিয়ের ছবি। লাল জহরকোট এবং কালো পাঞ্জাবি পরেছিলেন সৃজিত। আর মিথিলা পরেন লাল রঙের জামদানি শাড়ি। বিশেষ কোনও সাজ না থাকলেও সেজেছিলেন বধুর সাজেই। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো এসেছে তাতে দেখা যায়, একটিতে সৃজিত মিথিলাকে আংটি পড়িয়ে দিচ্ছেন। অন্যটিতে সেলফি তুলছেন তিনি। আবার একটি ছবিতে মিথিলা তার মেয়েকে মাঝে নিয়ে সৃজিতের সঙ্গে শুয়ে আছেন।