SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ০৬-১২-২০১৯ ২০:৫৮:২৩

বাংলাদেশের সাথে নাড়ীর সম্পর্ক নারীর সম্পর্ক হয়ে গেল: সৃজিত (ভিডিও)

mithla

সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। দক্ষিণ কলকাতার লেক গার্ডেনে খুব ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি করছেন দু’জনে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিয়ে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করেন সৃজিত-মিথিলা। 

সৃজিত মুখার্জি বলেন, ‘খুব খারাপ লাগছিলো, বাড়িতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন। খুব ছোট করে ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠান করব। তবে বিয়ে নিয়ে আরও অনেক প্ল্যান আছে। বাংলাদেশের সাথে নাড়ীর সম্পর্ক অনেক আগেই ছিল। কারণ আমার আদি বাড়ি বিক্রমপুর, মা ও বাবার দিক থেকে। এখন নারীর সম্পর্কও হয়ে গেল। ড় শুণ্যটা র শুন্য হয়ে গেল। আমি যখন বাংলাদেশে যাই, অনেক বন্ধুবান্ধব আছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এতটাই আপন করে নেয়। ভাষায় প্রকাশ করা যাবে না।’

সৃজিত আরও বলেন, দুই দেশের ভাষা একই। আলাদা করে কখনও আমি বাংলাদেশকে ভাবিনি। 

অনুষ্ঠান কবে করছেন জানতে চাইলে তিনি জানান, এখনও এই বিষয়ে কোনও পরিকল্পনা নেই। 

হানিমুন কোথায় করছেন জানতে চাইলে সৃজিত বলেন, এটা এখনও প্ল্যান করি নাই। সামনে অনেক কাজকর্ম আছে। ফেলুদার শুটিং শুরু করব। আমাদের দুজনেরই কাজকর্ম আছে।