ঢাকাই সিনেমার কিং খান খ্যাত চিত্রনায়ক শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও জনপ্রিয়তা পেয়েছেন। এরই ধারাবাহিকতায় ওপার বাংলায় গত কয়েকবছর স্টেজ শো করেছেন তিনি। এবার কলকাতার দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।
আগামী ১১ ডিসেম্বর কলকাতার মুর্শিদাবাদের ত্রিমোহিনী ঝাঁঝরা ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তার সঙ্গে একই মঞ্চে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ‘শ্রাবন্তী ও শাকিব খান নাইট’ শিরোনামের এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন কলকাতার তারকারা।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘শ্রাবন্তী ও শাকিব খান নাইট’ শিরোনামের অনুষ্ঠানের পুরো অর্থ দুস্থ ও অনাথ শিশুদের সাহায্যে ব্যয় করা হবে।
এদিকে, শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন ‘বীর’ সিনেমার কাজে। এতে তার বিপরীতে আছেন নায়িকা শবনম বুবলি। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করছেন কিংবদন্তি নির্মাতা কাজী হায়াৎ। এটি তার ৫০তম ছবি। গেল ২৮ নভেম্বর থেকে পূবাইলে শুরু হয়েছে এর দৃশ্যধারণ।