SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২২-১১-২০১৯ ২২:১৯:১২

ফতুল্লায় টিনশেড ঘরে আগুন, গৃহবধূ নিহত

5911365583372288-n

 নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি দ্বিতল টিনশেড ঘরে আগুন লেগে সম্পা বেগম (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাচঁটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

নিহত সম্পা বেগমের বাড়ি জামালপুর জেলায়।  চলতি নভেম্বর মাসে তারা এই ঘরটি ভাড়া নিয়ে স্বামী সুমন মিয়ার সাথে বসবাস করছিলেন। তারা স্বামী-স্ত্রী দুইজনই ফতুল্লার বিসিক শিল্প নগরীর পাশ্ববর্তী ক্রোনি গার্মেন্টসে কাজ করতো।

ওসি আসলাম হোসেন আরো জানান, ফতুল্লার শাসনগাঁও  ক্রোনি গার্মেন্টের পেছনে শুক্রবার সন্ধায় হঠাৎ আগুনের ধোঁয়া  দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো টিনশেড ঘরটিতে। রাতে  গার্মেন্টস কারখানায় কর্মস্থলে নাইট ডিউটি করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন সম্পা বেগম। স্ত্রী ঘুমিয়ে থাকায় তার স্বামী সুমন মিয়া মাগরিবের নামাজ পড়তে ঘরের দরজায় বাইরে দিয়ে তালা লাগিয়ে বের হয়। নামাজ শেষে এসে দেখেন ঘর আগুনে পুড়ছে । সে সময় তালা খুলতে গিয়ে সুমনের হাতের কিছু অংশ পুড়ে যায়। এসময় আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মিজানুর রহমান জানান,  মুসলিমনগর ক্রোনি গার্মেন্টের পেছনে একটি দ্বিতল টিনসেড ঘরে আগুন দেখতে পেয়ে স্থাণীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, দ্বিতল টিনসেড ঘরটিতে মোট ২০ টি রুম ছিলো। ঘরের বাইরে দিয়ে দরজায় তালা লাগিয়ে যাওয়ার কারনেই সম্পা ভেতরে অবরুদ্ধ অবস্থায় বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, তদন্ত শেষে আগুন লাগার কারন জানা যাবে।