SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২২-১১-২০১৯ ২১:২৭:৪০

টিকটকে ‘শ্রীদেবী’কে নিয়ে মেতেছে নেটদুনিয়া

untitled-1-copy

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী দু’বছর আগে মারা গিয়েছেন। কিন্তু ভক্তদের হৃদয়ে এখনও তিনি সমানভাবে উজ্জ্বল। চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়লাম, কান্নাডা আর হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেত্রীর একজন বলে তাকে মনে করা হতো, যারা নায়ক সহকর্মীর সহায়তা ছাড়াই ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে পারবেন।

সম্প্রতি শ্রীদেবীপ্রেমীরা মেতে উঠেছেন তারই মতো দেখতে এক মহিলাকে নিয়ে। শ্রীদেবীর মতো সেজে তারই গান-নাচের ভিডিও নিয়মিত টিকটকে আপলোড করেন ওই মহিলা। নেটিজেনরা তাকেই এখন ডাকছেন টিকটকের ‘শ্রীদেবী’ নামে। 

‘কুইন-রাখী’ নামের এক টিকটক ইউজার আপলোড করছেন সেই সব ভিডিও। সেখানে রাখীকে দেখা যাচ্ছে শ্রীদেবী অভিনীত বিভিন্ন জনপ্রিয় ছবির চরিত্রের সাজে। ‘চালবাজ’, ‘নাগিনা’, ‘নাম মেরা প্রেম কলি’, ‘নয়নো মে স্বপ্না’, ‘হিম্মতওয়ালা’র মতো ছবির গানে নাচ করেছেন তিনি।  জনপ্রিয় এসব গানে ইতোমধ্যেই নেচেছেন তিনি। নাচের সময় রাখীর সাজও ছবিতে দেখতে পাওয়া শ্রীদেবীর মতোই ছিল। দেখে কোনও ভাবে বোঝার উপায় নেই শ্রীদেবী না অন্য কেউ!

ইতোমধ্যে সেই সব টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। এরপরই তাকে ডাকছেন টিকটকের ‘শ্রীদেবী’ বলে।  টিকটকে রাখীর ফলোয়ার সংখ্যা ছয় লক্ষেরও বেশি। শ্রীদেবীর ভিডিও বানিয়ে তিনি লাইক পেয়েছেন ৬০ লক্ষেরও বেশি।