SomoyNews.TV

Somoynews.TV icon তথ্য প্রযুক্তির সময়

আপডেট- ২২-১১-২০১৯ ১৮:৫৮:৪৪

ভারত ছাড়ছে রয়্যাল এনফিল্ডের ৩ মডেলের মোটরসাইকেল

রয়-য-ল-এনফ-ল-ড-

ভারতের বাজার থেকে রয়্যাল এনফিল্ড তাদের ৫০০ সিসির মোটরসাইকেলের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। কোম্পানিটির বর্তমানে ৫০০ সিসির তিনটি মোটর সাইকেল ভারতের বাজারে রয়েছে। এই তিনটি মোটরসাইকেলের বিক্রি বন্ধ করা হতে পারে।

বর্তমান বাজারে থাকা তিন মোটরসাইকেল হলো; বুলেট ৫০০, ক্লাসিক ৫০০ ও থান্ডারবার্ড ৫০০।

৫০০ সিসির মোটরসাইকেল উৎপাদনের পরিবর্তে কোম্পানিটি এখন ৩৫০ সিসি বিএস৬ ও ৩৫০ সিসির ইঞ্জিন তৈরিতে বেশি আগ্রহ।

সম্প্রতি লাইভমিন্টের এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়েছে, ভারতের বাজারে বিএস৬ ইঞ্জিন বাধ্যতামূলক করা হয়েছে রয়্যাল এনফিল্ড তাদের তিনটি মোটরসাইকেল বাজার থেকে গুটিয়ে নিতে পারে।

খবরে বলা হয়েছে, ‘এই মুহূর্তে কোম্পানির ৩৫০ সিসির ইঞ্জিনগুলি নতুন বিএস৬ নির্গমন স্ট্যান্ডার্ডে থাকছে না। এর ফলে এই ইঞ্জিনগুলি বাতিল হয়ে যাবে।