SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২২-১১-২০১৯ ১৫:০৩:১২

লন্ডনে তোরসা, চাইলেন দোয়া

image-246981-1574412355

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯' ফারহা নানজীবা তোরসা বৃহস্পতিবার (২১ নভেম্বর) লন্ডনে পৌঁছেছেন। বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়াই করতে লন্ডনে গেছেন তিনি।

হিথরো বিমানবন্দরে পৌঁছে জাতীয় পতাকা নিয়ে পোজ দিয়ে কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন তোরসা। এ সময় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল তোরসার মাথায়।

প্রতিযোগিতায় যেন সাফল্য বয়ে আনতে পারেন সে জন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

চলতি বছর লন্ডন বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে আসর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। এবারের আসরে ১৭০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করবেন বাংলাদেশের তোরসা। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)।