SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২২-১১-২০১৯ ১০:৩৪:৫১

ইরাকে পুলিশের গুলিতে নিহত ৭

iraq-dead

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও ৭ ইরাকি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন। বৃহস্পতিবার রাজধানী বাগদাদে হতাহতের এ ঘটনা ঘটে।

এ নিয়ে গেল দু’মাস ধরে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৩২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর এ বিক্ষোভকে দেশটির সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

১ অক্টোবর বেকারত্ব নিরসন, সরকারি সেবার মানোন্নয়ন এবং দুর্নীতির প্রতিবাদে ইরাকে বিক্ষোভ শুরু হয়। পরে এ বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। শুরু থেকেই আন্দোলন দমাতে সহিংস পথ বেচে নেয় দেশটির নিরাপত্তা বাহিনী।