SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২২-১১-২০১৯ ১০:১৭:৫২

ত্রুটিপূর্ণ লাইনের কারণেই উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা

siraj-report

ত্রুটিপূর্ণ লাইনের কারণেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে দুর্ঘটনার কারণসহ বেশ কিছু সুপারিশও করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ফিরোজ মাহমুদ ২৯ পাতার এ প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, দুর্ঘটনাস্থলে রেললাইনের স্টক রেল ও টাংগু রেল দুটি লক থাকার কথা ছিল, কিন্তু সেখানে লক ছিল না।

যে কারণে ট্রেনের ইঞ্জিন সেখানে এসে লাইনচ্যুত হয়। সেই সঙ্গে দুর্ঘটনার আরও কয়েকটি কারণ ও বেশ কিছু সুপারিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৪ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয় এবং দু’টিতে আগুন লেগে অন্তত ১০ যাত্রী আহত হন।