SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২২-১১-২০১৯ ০৯:৫৪:৫০

অতিথি পাখির কলকাকলীতে মুখর জাবি

ju-bird

প্রকৃতিতে শীতের আগমনীর সুর বাজতে না বাজতেই অতিথি পাখির কলকাকলীতে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এবার একটু আগে ভাগেই আসতে শুরু করেছে অতিথিরা। উৎসাহী দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে প্রজাতি ও সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন প্রাণিবিদরা।

আন্দোলনে স্থবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে প্রকৃতিকে স্পর্শ করেনি বিক্ষোভের ঝড়।

সকালের সূর্যটা একটু একটু করে কুয়াশার চাদরে ঢাকা পড়তে শুরু করেছে। হেমন্তের প্রথম প্রহরে শিশির বিন্দু জানান দিচ্ছে, শীত আসছে। ডানায় ভর করে আসছেন অতিথিরাও।

এরই মধ্যে লেকের জলে ঘাঁটি গেড়েছে ছোট সরালী ও বড় সরালী।

দিনভর তাদের সঙ্গ দিচ্ছে বিলের স্থায়ী বাসিন্দা সারস। বাহারি শাপলা রঙিন আঁচল মেলে যেন স্বাগত জানাচ্ছে তাদের। ক’দিন বাদেই এই বহরে যুক্ত হবে ল্যানজা হাঁস, ভূতি হাঁস, বালি হাঁসসহ সুদুর উত্তর থেকে ছুটে আসা নানা প্রজাতির পরিযায়ী পাখি।

পাখি বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের আনাগোনাও বাড়বে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অতিথি পাখি বিচরণের সর্বোত্তম সময়।