SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২২-১১-২০১৯ ০৭:৩৪:৩৬

অ্যাসিডে আক্রান্ত অনুপমার বিয়ে, শুভেচ্ছা জানিয়ে শাহরুখের টুইট

shah-rukh

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। অনেক প্রতিষ্ঠানের প্রচারণাতেই দেখা যায় তাকে। ‘মীর ফাউন্ডেশন’ নামে অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থার সাথেও কাজ করেছেন তিনি। এ সংস্থারই একজন অন্যতম সদস্যা অনুপমা। তিনিও অ্যাসিড হামলায় আক্রান্ত। সম্প্রতি বিয়ে করেছেন অনুপমা।

অনুপমাকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন শাহরুখ। সেটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

অনুপমাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে শাহরুখ লিখেছেন, ‘জীবনের এই নতুন যাত্রা শুরু করা অনুপমাকে আমার অভিনন্দন এবং ভালবাসা। এ জীবন ভালবাসা আর খুশিতে পূর্ণ হয়ে উঠুক।’

অনুপমার স্বামীর উদ্দেশে শাহরুখ লেখেন, ‘জগদীপ তুমিই প্রকৃত পুরুষ...আশা করি তোমরা উভয়ই জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারবে।’

অনুপমার মতো অনেককেই পাশে থেকে জীবনে এগিয়ে চলার সাহস আর উৎসাহ যুগিয়েছেন কিং খান। তাকে প্রায়ই দেখা যায় সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষদের হয়ে কথা বলতে। তাদের জন্য নিয়মিত সাহায্যও দিয়ে থাকেন বলিউড বাদশা।