SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২১-১১-২০১৯ ২৩:৫৭:৪৭

‘বসন্ত বিকেল’ সিনেমায় শিপন-সুবহা

untitled-1-copy

তরুণ নির্মাতা রফিক শিকদারের নতুন ছবির নাম ‘বসন্ত বিকেল’। শোনা গিয়েছিল রোমান্টিক এ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করবেন নবাগত মডেল উষ্ণ হক। হঠাৎ করেই ছবিটিতে যুক্ত হয়েছেন ‘দেশা: দ্য লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র।

গেল ১৭ নভেম্বর ছবিটির প্রথম লুক প্রকাশ করেছেন এর নির্মাতা রফিক সিকদার। সেখানেই দেখা মেলে শিপনের।এ ছবিতে শিপনের বিপরীতে অভিনয় করবেন আলোচিত মডেল- হুমায়রা সুবহা। আরও আছেন তানভীর তনু।

নির্মাতা রফিক সিকদার জানান, আগামী ২৩ নভেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ। আর 'বসন্ত বিকেল' ছবিটির পোস্টার ডিজাইন করেছেন অর্নিল হাসান রাব্বি।