SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২১-১১-২০১৯ ২২:২৬:৫৪

ইডেনে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন রানী

rani-copy

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ভারত-বাংলাদেশ দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। আর প্রথম দিনই ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন রানী মুখার্জি।

দাদাগিরির মঞ্চে এমন খবরেই জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এ প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, এবারই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখব। ম্যাচের সময় সেখানকার পরিবেশ কেমন হয় সে সম্পর্কে মা-বাবার কাছে অনেকবার শুনেছি। এবার সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার একটা অভিজ্ঞতা হবে। আশা করছি দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে গত ১৯ নভেম্বর নিজের আগামী ছবি 'মর্দানি ২'-এর প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। ছবির প্রচারণা এসেই তিনি বলেন এই প্রথম  তিনি ইডেনে বসে খেলা দেখব। সেখানে 'মর্দানি ২'-এর প্রচার করবেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, 'মর্দানি ২' রানি অভিনীত ২০১৪-র 'মর্দানি' ছবির সিক্যুয়েল। আগের ছবির বিষয় ছিল নারী পাচার। এই ছবিতে থাকবে ধর্ষণের মতো জ্বলন্ত বিষয়। এবং আগামী প্রজন্মের অপরাধমনস্কতা। যশোরাজ ফিল্মস প্রযোজিত 'মর্দানি ২' মুক্তি পাবে ১৩ ডিসেম্বর।

সূত্র: এনডিটিভি