SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২১-১১-২০১৯ ১৯:০০:৫২

ঢাবি’র বাস ভাঙচুরের ঘটনায় মানববন্ধন

du-bus

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটের মধ্যে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে ভাঙচুরের ঘটনায় মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ডাকসু নেতারা।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাজীপুর রুটের বাস ক্ষণিকা এবং নারায়ণগঞ্জ রুটের ইশা খাঁ বাসে আক্রমণ করে ভাঙচুর করে বাস-ট্রাক শ্রমিকরা। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ডাকসু নেতারা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে উপাচার্যের কাছে তাদরে দাবি উত্থাপন করেন তারা।

তাদের দাবির প্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান।