SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২১-১১-২০১৯ ১৭:৪৩:৫৭

শেষ টেস্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি কাল

bd-pre

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঐতিহাসিক এই টেস্টে ভালো খেলার লক্ষ্য টাইগারদের। আর স্বাগতিকদের লক্ষ্য হোয়াইটওয়াশ। ইডেন গার্ডেনন্সে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

ইন্দোর টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরেছিলো বাংলাদেশ। সে টেস্টের ব্যর্থতার ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চাই টাইগাররা। প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ঐতিহাসিক এ টেস্ট নিয়ে রোমাঞ্চিত দু'দলের ক্রিকেটার, বোর্ড ও সমর্থকরা। থাকবে নানা আয়োজন। মাঠের ক্রিকেটেও রোমাঞ্চ ছড়াতে চায় দু'দল। 

ম্যাচের আগে কিছুটা চিন্তায় পড়েছেন কোচ রাসেল ডমিগো। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ব্যাটসম্যান সাইফ হাসান। ভারত ও বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১০টি টেস্ট। আটটিতে জিতেছে টিম ইন্ডিয়া। দুটি ম্যাচ হয়েছে ড্র।