SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ২০-১১-২০১৯ ২২:২৭:৪৬

কুয়েতে বাংলাদেশিদের উদ্দেশে দূতাবাসের বিজ্ঞপ্তি

ক-য়-ত-ব-ল-দ-শ-দ-র-উদ-দ-শ-দ-ত-ব-স-র-ব-জ-ঞপ-ত-

কুয়েতে দীর্ঘদিন অবস্থানরতম যেসব বাংলাদেশির আকামা লাগেনি তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কুয়েত দূতাবাসে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশের কুয়েত দূতাবাস।

বুধবার (২০ নভেম্বর) কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যসহ আবেদনপত্র দূতাবাসের শ্রম উইংয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত বাংলাদেশি কর্মী কুয়েতের বিভিন্ন কোম্পানীতে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আসার পর যাদের কখনও আকামা লাগেনি অথবা এক/দু’বছরের আকামা লাগানোর পর আর নবায়ন হয়নি তাদেরকে নিচের তথ্যসহ কাউন্সেলর (শ্রম), বাংলাদেশ দূতাবাস, কুয়েত বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রয়োজনীয় তথ্যসমূহ:
১. ভিসার কপি
২. পাসপোর্টের কপি
৩. আকামার কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৪. কোম্পানীর নাম
৫. রিক্রুটিং এজেন্সির নাম
৬. যার মাধ্যমে এসেছে তার নামসহ ফোন নম্বর ও
৭. আবেদনকারীর নাম, স্বাক্ষরসহ ফোন নম্বর।

এ বিষয়ে কাউন্সিলার, দুতালয় প্রধান আনিসুজ্জামান সময় নিউজকে বলেন, কুয়েতের আকামাবিহীন শ্রমিকদের আকামা সমস্যা সমাধানের জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।