SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ২০-১১-২০১৯ ২০:৫৪:০৫

সাপ নিয়ে দড়িলাফ খেলছে শিশুরা

shanke

একটি বিশাল মৃতসাপ নিয়ে খেলছে একদল শিশু। সাপটিকে লাফদড়ির মতো করে নিয়ে খেলছে তারা। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ১৫ নভেম্বর ইউটিউবে ভিডিওটি আপলোড হয়েছে। ২৭ সেকেন্ডের এই ভিডিওটি এখনও পর্যন্ত ১ লক্ষের বেশিবার দেখা হয়েছে। তবে ভিডিওটি ভিয়েতনামের কোথায়, কবে রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

দেখা না গেলেও ভিডিও’তে অনেকের গলা পাওয়া যাচ্ছে। হতে পারে তাদের মধ্যেই কেউ ভিডিওটি রেকর্ড করেছেন। 

ভিয়েতনামে প্রায় ৩৭ রকমের বিষধর সাপ পাওয়া যায়। এই সাপটি তারমধ্যে একটি কিনা জানা যায়নি।