SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ২০-১১-২০১৯ ২০:২০:১৮

শিশুকে ‘বুকের’ দুধ খাওয়াচ্ছেন বাবা! (ভিডিও)

শ-শ-ক-ব-ক-র-দ-ধ-খ-ওয়-চ-ছ-ন-ব-ব-ভ-ড-ও-

ছোট্ট শিশুটির খিদে পেয়েছে। শুরু করেছে কান্না। কিন্তু শিশুটি মা বাসায় নেই। বাবা ফিডারে দুধ খাওয়ানোর চেষ্টা করেছেন। তাতে রাজি নয় শিশু। তাই অগত্যা বাবা কৌশলী হয়ে বুকের দুধের মতো করেই খাওয়ালেন শিশুটি।

গেল বাবা দিবসের ঘটনার ভিডিওটি রোববার (১৭ নভেম্বর) সামাজিকমাধ্যমে প্রকাশ করেন ওই বাবা। তিন দিনে ভিডিওটি ভিউ হয়েছে ৪৮ লাখ।

মেয়েকে শান্ত করতে বাবার এই বিশেষ উপায়ে ভিডিও দেখে তার প্রশংসায় মেতেছে নেট দুনিয়া।

প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে শান্ত করার জন্য, বাবা নিজের টিশার্টের ভিতর ভরে নিয়েছেন দুধের বোতল। আর তা খাওয়াচ্ছেন নিজের মেয়েকে। সেইভাবে দুধ খেয়ে বাচ্চাটি মনে করছে বুকের দুধ। শান্ত হয়ে খেয়ে যাচ্ছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।