SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২০-১১-২০১৯ ১৯:০৩:১১

অবসরে গেল সৈনিক কুকুর!

-জন-ম-ক-ক-র-হয়-অবসর-স-ন-ক-হ-স-ব-

ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে (সিআইএসএফ) নিয়োজিত ছিল সাতটি কুকুর। কুকুর সাতটিকে সিআইএসএফ এর জন্য অপরিহার্য মনে করা হত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পুরোপুরি সম্মানের সঙ্গে কুকুরগুলোকে বিদায় জানানো হয়েছে। তাদের বিদায় উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

কুকুর সাতটি ভারতের এই আধাসামরিক বাহিনীতে দীর্ঘ আট বছর কর্মরত ছিল।

বুধবার সিআইএসএফ এর টুইটার হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, কুকুর হয়ে জন্ম নিয়ে সেনা হিসেবে তারা অবসর নিয়েছে। তাদের বিদায় অনুষ্ঠানের ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে।