SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২০-১১-২০১৯ ১৮:৫০:৪৪

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ভারতকে টেস্ট খেলার আমন্ত্রণ জানাবে বিসিবি

bcb

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণের পর এবার মার্চে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে ২০০০ সালে ঢাকায় টেস্ট খেলে যাওয়া ভারত ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাবে বিসিবি। 'সময় সংবাদকে এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। ইডেনে সৌরভ গাঙ্গুলির সাথে শুধু দেখা সাক্ষাতে সীমাবদ্ধ না থেকে। দুই দেশের ক্রিকেট উন্নয়নে আলোচনা করবেন বলেও জানান আকরাম খান।

১৯ বছর পেছনের গল্পে ফেরা যাক। অভিষেক টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। কাকতালীয়ভাবে ঐতিহাসিক গোলাপির বলের টেস্টেও, এ একই প্রতিপক্ষে টাইগারদের। সেই সময়ের ক্রিকেটাররা। এখন নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বোর্ডের থিম ট্যাংক হিসেবে। একটা সময় খেলার মাঠে ফায়দা আদায়ে প্রতিপক্ষকে স্লেজিং করতেন আকরাম, বুলবুলরা। এবার যখন সেই প্রতিপক্ষের ক্রিকেটারদের সাথে ১৯ বছর পর সাক্ষাত হচ্ছে ইডেনে? কি বলবেন কিংবা কি করবেন আকরামরা।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরান খান বলেন, তাদের বিরুদ্ধে জেতার জন্য আমরা সবকিছুই করতাম। ব্যাটসম্যানকে আউট করার জন্য। সেই সাথে কিছু বলে কোন সুযোগ-সুবিধা পাওয়া যায় কি-না। এখন যখন মাঠে বসে খেলা দেখবো, তখন সেই সময়ে বিষয়গুলো স্মরণ করবো।

মাঠে তারা ছিলেন আপোষহীন প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে দারুণ বন্ধুত্ব সৌরভ-আকরামের। মাঝে মধ্যেই কথা হয়ে মুঠোফোনে। তাই টেস্টে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় রূপ নেবে। সৌরভ গাঙ্গুলির পর ঠিক তেমনি আকরাম খান'ও নিয়েছেন এমনই এক উদ্যোগ। মার্চে ঢাকায় আমন্ত্রণ জানানো হবে শচীন, সৌরভ দ্রাবিড়দের।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শততম বার্ষিকীর উপলক্ষে যারা আমাদের সঙ্গে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো।

শুক্রবার গোলাপি বলের টেস্টের দিন ইডেন গার্ডেন্সের একই মঞ্চে দুই দেশের ক্রিকেটাররা একত্বিত হতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্জয়, আকরাম, পাইলট, অপি ও শান্তরা কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।